আপনাকে কুষ্টিয়াশহর.কম এর পক্ষ হতে প্রবিত্র রমজান মোবারক 🌙। বাংলা তথ্য ভান্ডার সমৃদ্ধ করতে আমাদের এই প্রয়াস। ইতিহাস এবং ঐতিহ্যর তথ্য দিতে চাইলে ক্লিক করুন অথবা ফোন করুনঃ- ০১৯৭৮ ৩৩ ৪২ ৩৩

Select your language

বাউল

বাউল

বাউল (Baul) একটি বিশেষ লোকাচার ও ধর্মমত। এই মতের সৃষ্টি হয়েছে বাংলার মাটিতে। বাউলকূল শিরোমণি লালন সাঁইয়ের গানের মধ্য দিয়ে বাউল মত পরিচতি লাভ করে। বাউল গান যেমন জীবন দর্শনে সম্পৃক্ত তেমনি সুর সমৃদ্ধ। বাউলদের সাদামাটা কৃচ্ছসাধনার জীবন আর একতারা বাজিয়ে গান গেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোই তাদের অভ্যাস। ২০০৫ সালে ইউনেস্কো বিশ্বের মৌখিক এবং দৃশ্যমান ঐতিহ্যসমূহের মাঝে বাউল গানকে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষনা করে।

বাউল (Baul) শব্দটির উৎপত্তি নিয়ে মতান্তর রয়েছে। কেউ বলেন 'বাতুল' থেকে 'বাউল' হয়েছে, কারো মতে 'বজ্রী' থেকে কিংবা 'বজ্রকুল' থেকে বাউল শব্দটি এসেছে। কেউ কেউ বলেন 'আউল' শব্দ থেকে 'বাউল হয়েছে। ইতিহাসবিদদের মতে, সতেরো শতকে বাংলাদেশে বাউল মতের উদ্ভব হয়। এ মতের প্রবর্তক হলেন আউল চাঁদ ও মাধববিবি। বীরভদ্র নামে এক বৈষ্ণব মহাজন সেই সময়ে একে জনপ্রিয় করে তোলেন।

বাংলাদেশের কুষ্টিয়া-পাবনা এলাকা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বীরভূম-বোলপুর-জয়দেবকেন্দুলি পর্যন্ত বাউলদের বিস্তৃতি। বাউলদের মধ্যে গৃহী ও সন্ন্যাসী দুই প্রকারই রয়েছে। বাউলরা তাদের গুরুর আখড়ায় সাধনা করে। প্রতি বৎসর পৌষ সংক্রান্তির দিন বীরভূমের জয়দেব-কেন্দুলিতে বাউলদের একটি মেলা শুরু হয়, যা "জয়দেব বাউলমেলা" নামে বিখ্যাত।

  • ভেদ পরিচয়

    হায় চিরদিন পোষলাম এক অচিন পাখী

    হায় চিরদিন পোষলাম এক অচিন পাখী
    পাখী ভেদ পরিচয় দেয়না মোরে
    ঐ খেদে ঝোরে আঁখি।।
  • কোন পথে যাবি মন ঠিক হলো না

    কর লাফালাফি সার কাজে শুন্যকার

    কর লাফালাফি সার কাজে শুন্যকার
    টাকশালে পড়লে যাবে জানা।।
  • রুপের গাছ

    চাঁদ আছে চাঁদে ঘেরা

    চাঁদ আছে চাঁদে ঘেরা
    কেমন করে সে চাঁদ
    ধরবি গো তোরা।।
  • পাপ পুণ্য

    পাপ পূণ্যের কথা আমি কারে বা শুধাই

    পাপ পূণ্যের কথা আমি কারে বা শুধাই
    এই দেশে যা পাপ গন্য
    অন্য দেশে পূণ্য তাই।।
  • গোঁসাই

    বড় নিগুমেতে আছেন গোঁসাই

    বড় নিগুমেতে আছেন গোঁসাই
    যেখানেতে আছে মানুষ
    চন্দ্র সূর্যের বারাম নাই।।
  • আপন খবর

    আমার আপন খবর আপনার হয় না

    আমার আপন খবর আপনার হয় না
    একবার আপনারে চিনলে পরে যাবে অচেনারে চেনা।।
  • রূপরেখা

    পাবে সামান্যে কি তাঁর দেখা

    পাবে সামান্যে কি তাঁর দেখা
    বেদে নাই যার রূপরেখা।।
  • আজব কারখানা

    জাত গেল জাত গেল বলে এ কি আজব কারখানা

    জাত গেল জাত গেল বলে এ কি আজব কারখানা
    সত্য কাজে কেউ নয় রাজি সব দেখি তা-না-না-না।।
  • ঘরের খবর...

    আপন ঘরের খবর নে না

    আপন ঘরের খবর নে না
    অনায়াসে দেখতে পাবি
    কোনখানে কার বারামখানা।।
  • কুদরতি

    কে বুঝিতে পারে আমার সাঁইয়ের কুদরতি

    কে বুঝিতে পারে আমার সাঁইয়ের কুদরতি
    অগাধ জলের মাঝে জ্বলছে বাতি।।
  • ধিয়ান

    আইন ভেজিলেন রাছুলুল্লা

    ও মন বল রে সদায় লাইলাহা ইল্লাল্লা।
    আইন ভেজিলেন রাছুলুল্লা।।
  • এক অজান মানুষ ফিরসে দেশে

    তাঁরে চিনতে হয়

    এক অজান মানুষ ফিরসে দেশে
    তাঁরে চিনতে হয়
    তাঁরে চিনতে হয়, তাঁরে মানতে হয়।।
  • প্রেম যমুনায় ফেলবি বড়শী খবরদার

    লয়ে গুরুমন্ত্র ছেড়ে তন্ত্র ঠিক হয়ে বয় ঘাটের পড়

    প্রেম যমুনায় ফেলবি বড়শী খবরদার।
    লয়ে গুরুমন্ত্র ছেড়ে তন্ত্র
    ঠিক হয়ে বয় ঘাটের পড়।।

    পাকায়ে রাগের সুতা, ছয় তারে করি একতা
    ভাবের টোপ গেঁথে দাও সেথে
    নিচেই সাড়া পেলে পরে
    উঠবে ভেসে একান্তরে।।

    সেই নদী পুরা জল, সদা করছে রে কলকল
    রাগের ছড়ি ছিপের বাড়ি খেলে হবি রসাতল
    কত রসিক জ্বেলে জাল ফেলে
    প্রাণ লয়ে দিচ্ছে সাঁতার।।

    যেয়ে দেখ নদীর কুল, তুই হবি রে ব্যাকুল
    ট্যাপায় নিবে আঁধার কেটে, হবি নামাকুল
    লালন বলে যেমন আমার
    ভ্যাদায় করছে রুই আহার।।

  • নবীর নৌকা

    পারে কে যাবি নবীর নৌকাতে আয়

    পারে কে যাবি নবীর নৌকাতে আয়
    রূপকাষ্ঠের নৌকাখানি
    নাই ডুবার ভয়।।
  • কোথায় আছেরে সেই দ্বীন দরদী সাঁই

    চেতন গুরুর সঙ্গ লয়ে খবর কর ভাই

    কোথায় আছেরে সেই দ্বীন দরদী সাঁই
    চেতন গুরুর সঙ্গ লয়ে
    খবর কর ভাই।।
  • দয়াল বন্ধু

    তোমার মত দয়াল বন্ধু আর পাব না

    তোমার মত দয়াল বন্ধু আর পাব না
    দেখা দিয়ে অহে রাছুল
    ছেড়ে যেও না।।

  • এক ফুলের মর্ম জানতে হয়

    যে ফুলে অটল বিহারী বলতে লাগে ভয়

    যে ফুলে অটল বিহারী
    বলতে লাগে ভয়।।
  • আমি কোথায় পাবো তারে

    আমি কোথায় পাবো তারে

    আমি কোথায় পাবো তারে,
    আমার মনের মানুষ যে রে।
  • সত্য বল

    সত্য বল সুপথে চল ওরে আমার মন

    সত্য বল সুপথে চল ওরে আমার মন
    সত্য সুপথ না চিনিলে
    পাবি নে মানুষের দরশন।।
  • তুমি বা কার কে বা তোমার এই সংসারে - ভব সংসার

    মিছে মায়ায় মজিয়ে মন কি করো রে

    তুমি বা কার কে বা তোমার এই সংসারে
    মিছে মায়ায় মজিয়ে মন কি করো রে।।

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন
আমরা কুকিজ ব্যবহার করি
আমরা আমাদের ওয়েবসাইটে কুকিজ ব্যবহার করি। তাদের মধ্যে কিছু সাইট পরিচালনার জন্য অপরিহার্য, অন্যরা আমাদের এই সাইট এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে সাহায্য করে (কুকিজ ট্র্যাক করা)। আপনি কুকিজকে অনুমতি দিতে চান কিনা তা আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন। দয়া করে মনে রাখবেন যে আপনি যদি সেগুলি প্রত্যাখ্যান করেন তবে আপনি সাইটের সমস্ত কার্যকারিতা ব্যবহার করতে পারবেন না।