আপনাকে কুষ্টিয়াশহর.কম এর পক্ষ হতে ঈদ মোবারক 🌙। বাংলা তথ্য ভান্ডার সমৃদ্ধ করতে আমাদের এই প্রয়াস। ইতিহাস এবং ঐতিহ্যর তথ্য দিতে চাইলে ক্লিক করুন অথবা ফোন করুনঃ- ০১৯৭৮ ৩৩ ৪২ ৩৩

Select your language

Lalon Geeti

লালন গীতি

ফকির লালন শাঁহ (Fakir Lalon Shah) লালন গীতি (Lalon Geeti)

লালন (জন্ম: ১৭৭৪ খ্রি. - মৃত্যু: ১৭ অক্টোবর, ১৮৯০ খ্রি.) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং ‘বাউল-সম্রাট’ হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। তাঁর গানের মাধ্যমেই উনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করে।

  • যেখানে সাঁইর বারামখানা

    শুনিলে প্রাণ চমকে উঠে

    শুনিলে প্রাণ চমকে উঠে
    দেখতে যেমন ভুজঙ্গনা ।।
  • রবে না এ ধন

    মন আমার গেল জানা

    মন আমার গেল জানা
    কারো রবে না এ ধন জীবন যৌবন
  • আল্লাহ্ কে বোঝে তোমার অপার লীলে

    আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে

    আল্লাহ্ কে বোঝে তোমার অপার লীলে।
    আপনি আল্লাহ্ ডাকো আল্লাহ্ বলে।।

    নিরাকারে তুমি নূরী ছিলে ডিম্ব অবতারী।
    সাকারে সৃজন করলে ত্রিভুবন
    আকারে চমৎকার ভাব দেখালে।।

    নিরাকার নিগম ধ্বনি
    সেও তো সত্য সবাই জানি।
    তুমি আগমের ফুল নিগমে রসুল
    আদমের ধড়ে জান হইলে।।

    আত্মতত্ত্ব জানে যারা
    সাঁইর নিগূঢ় লীলা দেখছে তারা।
    তুমি নীরে নিরঞ্জন অকৈতব ধন।
    লালন খুঁজে বেড়ায় বনজঙ্গলে।।

    শিল্পীঃ ফরিদা পারভীন (Farida Parveen)

  • আমায় চরণ ছাড়া করো না হে দয়াল হরি

    পাপ করি পামরা বটে দোহায় দিই তোমারি

    আমায় চরণ ছাড়া কোরো না হে
    দয়াল হরি
    পাপ করি পামরা বটে
    দোহায় দিই তোমারি।।

  • সময়

    সময় গেলে সাধন হবে না

    সময় গেলে সাধন হবে না
    দিন থাকিতে দিনের সাধন কেন করলে না।।
  • কুলের বৌ হয়ে মন আর কতদিন

    ঘোমটা খুলে চল নারে যাই সাধ-বাজারে

    কুলের বৌ হয়ে মন আর কতদিন
    থাকবি ঘরে
  • আদ্য কথা

    জানতে হয় আদম ছফির আদ্য কথা

    জানতে হয় আদম ছফির আদ্য কথা
    না জেনে আজাজিল সে রূপ
  • যাও হে শ্যাম রাই কুঞ্জে

    এলে ভাল হবে না ও শ্যাম

    এলে ভাল হবে না ও শ্যাম
    যাও হে শ্যাম রাই কুঞ্জে
  • কর রে পিয়ালা কবুল শুদ্ধ ঈমানে

    মিশবি যদি জাত ছেফাতে এ তনু আখেরের দিনে

    কর রে পেয়ালা কবুল শুদ্ধ ঈমানে
    মিশবি যদি জাত ছেফাতে এ তনু আখেরের দিনে।।
  • আমার হয় না রে সে মনের মত মন

    আমি জানবো কি সে রাগের কারণ

    আমার হয় না রে সে মনের মত মন।
    আমি জানবো কি সে রাগের কারণ।।

    পড়ে রিপু ইন্দ্রিয়ের ভোলে
    মন বেড়ায় রে ডালে আলে
    এবার দু মনে এক মন হলে
    এড়াই শমন।।

    রসিক ভক্ত যারা
    মনে মনে মিশালো তারা
    এবার শাসন করে তিনটি ধারা
    পেল রতন।।

    কিসে হবে নাগিনী বস
    সাধবো কবে অমৃত-রস
    দরবেশ সিরাজ সাঁই কয়, বিষেতে নাশ
    হলি লালন।।

    শিল্পীঃ টুনটুন শাহ্‌ ফকির (Tuntun Shah Fakir) :

  • আর আমারে মারিস নে মা

    বলি মা তোর চরণ ধরে ননী চুরি আর করবো না

    আর আমারে মারিসনে মা।
    বলি মা তোর চরণ ধরে
    ননী চুরি আর করবো না।।

  • ধন্য ধন্য বলি তারে

    বেঁধেছে এমন ঘর শূন্যর উপর পোস্তা করে

    ধন্য ধন্য বলি তারে
    বেঁধেছে এমন ঘর শূন্যর উপর
    পোস্তা করে।।
  • সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে

    পাবিরে অমূল্য নিধি বর্তমানে

    সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
    পাবিরে অমূল্য নিধি বর্তমানে

  • মানুষ গুরু নিষ্ঠা যার

    সর্ব সাধন সিদ্ধ হয় তার

    (ভবে) মানুষ গুরু নিষ্ঠা যার
    সর্ব সাধন সিদ্ধ হয় তার
  • জাত সংসার

    সব লোকে কয় লালন কী জাত সংসারে

    সব লোকে কয় লালন কী জাত সংসারে
    লালন বলে জাতের কি রূপ দেখলাম না এ নজরে।।
  • কে তোমারে এ বেশ ভূষণ

    Who had dressed you like this?

    কে তোমারে এ বেশ ভূষণ পরাইলো বলো শুনি
    জিন্দা দেহে মুরদার বসন
    খিলকা তাজ আর ডোর কোপিনী।।
  • কে বোঝে মাওলার আলেকবাজি

    Who can realize the power of God?

    কে বোঝে মাওলার আলেকবাজি
    করছে রে কোরানের মানে
    যা আসে যার মনের বুঝি।।
  • আমার মতো প্রাণ কাঁদিলে

    বুঝবি রে গৌরপ্রেমের কালে

    বুঝবি রে গৌরপ্রেমের কালে
    আমার মতো প্রাণ কাঁদিলে।
    দেখা দিয়ে গৌর ভাবের শহর
    আড়ালে লুকালে।।
  • সবে কি হবে ভবে ধর্মপরায়ণ

    যার যা ধর্ম সেই সে করে

    যার যা ধর্ম সেই সে করে
    তোমার বলা অকারণ।।

    কাঁটার মুখ কেউ চাঁছে না
    ময়ূর চিত্র কেউ করে না।
  • মানুষ ভজলে সোনার মানুষ হবি

    মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি

    মানুষ ভজলে সোনার মানুষ হবি।
    মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি।।

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন
আমরা কুকিজ ব্যবহার করি
আমরা আমাদের ওয়েবসাইটে কুকিজ ব্যবহার করি। তাদের মধ্যে কিছু সাইট পরিচালনার জন্য অপরিহার্য, অন্যরা আমাদের এই সাইট এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে সাহায্য করে (কুকিজ ট্র্যাক করা)। আপনি কুকিজকে অনুমতি দিতে চান কিনা তা আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন। দয়া করে মনে রাখবেন যে আপনি যদি সেগুলি প্রত্যাখ্যান করেন তবে আপনি সাইটের সমস্ত কার্যকারিতা ব্যবহার করতে পারবেন না।