প্রয়োজনে ফোন করুন:
+88 01978 334233

ভাষা পরিবর্তনঃ

Cart empty

লালন গীতি

ফকির লালন শাঁহ (Fakir Lalon Shah) লালন গীতি (Lalon Geeti)

লালন (জন্ম: ১৭৭৪ খ্রি. - মৃত্যু: ১৭ অক্টোবর, ১৮৯০ খ্রি.) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং ‘বাউল-সম্রাট’ হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। তাঁর গানের মাধ্যমেই উনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করে।

এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন

কেবা জাগে কেবা ঘুমায় কে কারে দেখায় স্বপন

এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন।
কেবা জাগে কেবা ঘুমায় কে কারে দেখায় স্বপন।।

ক্ষম ক্ষম অপরাধ

দাসের পানে একবার চাও হে দয়াময়

ক্ষম ক্ষম অপরাধ
দাসের পানে একবার চাও হে দয়াময়।
বড় সঙ্কটে পড়িয়া দয়াল
বারে বার ডাকি তোমায়।।

তোমার ক্ষমতায় আমি
যা ইচ্ছে তাই করো তুমি।
রাখো মারো সে নাম নামি
তোমারই এই জগৎময়।।

পাপী অধম ত্বরাইতে সাঁই
পতিত পাবন নাম শুনতে পাই।
সত্য মিথ্যা জানবো হেথায়
ত্বরাইলে আজ আমায়।।

কসুর পেয়ে মারো যারে
আবার দয়া হয় গো তারে।
লালন বলে এ সংসারে
আমি কি তোর কেহই নই।।

শিল্পীঃ- ফরিদা পারভীন

চাঁদের গায়ে চাঁদ লেগেছে

আমরা ভেবে করব কী

চাঁদের গায়ে চাঁদ লেগেছে
আমরা ভেবে করব কী
ঝিয়ের পেটে মায়ের জন্ম
তাকে তোমরা বলো কী।।

কে তাহারে চিনতে পারে

এসে মদীনায় তরিক জানায় এ সংসারে

ভবে কে তাহারে চিনতে পারে
এসে মদীনায় তরিক জানায় এ সংসারে।।

আব-হায়াতের নদী কোনখানে

আগে জেন্দা পীরের খান্দানে যাও দেখিয়ে দিবে সন্ধানে

আব-হায়াতের নদী কোনখানে
আগে জেন্দা পীরের খান্দানে যাও
দেখিয়ে দিবে সন্ধানে।।

রাত পোহালে পাখি বলে দে রে খাই দে রে খাই

আমি গুরু কার্য মাথায় রেখে কি করি আর কোথায় যাই

রাত পোহালে পাখি বলে
দে রে খাই দে রে খাই।
আমি গুরু কার্য মাথায় রেখে
কি করি আর কোথায় যাই।।

নামাজ আদায় কই হইলো আমার

নিজের মনকে করলাম সোজা বিবির মনে গোল রইলো

নিজের মনকে করলাম সোজা
বিবির মনে গোল রইলো
নামাজ আদায় কই হইলো আমার।।

সপ্ততালা ভেদ করিলে হাওয়ার ঘরে যাওয়া যায়

হাওয়ার ঘরে গেলে পরে অধর মানুষ ধরা যায়

সপ্ততালা ভেদ করিলে হাওয়ার ঘরে যাওয়া যায়।
হাওয়ার ঘরে গেলে পরে অধর মানুষ ধরা যায়।।

আজ রোগ বাড়ালি কুপথ্য করে

ঔষধ খেয়ে অপযশটি করলি কবিরাজে রে

আজ রোগ বাড়ালি কুপথ্য করে।
ঔষধ খেয়ে অপযশটি করলি কবিরাজে রে।।

মদিনায় রাসুল নামে কে এলো রে ভাই

কায়া ধারী হয়ে কেন তার ছায়া নাই

মদিনায় রাসুল নামে কে এলো রে ভাই।
কায়া ধারী হয়ে কেন তার ছায়া নাই।।

যে জন হাওয়ার ঘরে ফাঁদ পেতেছে

ঘুচেছে তার মনের আঁধার

যে জন হাওয়ার ঘরে ফাঁদ পেতেছে
ঘুচেছে তার মনের আঁধার
সে যে দিন ছাড়া নিরিখ বেঁধেছে।।

যে জন দেখেছে অটল রূপের বিহার

মুখে বলুক কিবা না বলুক সে থাকে ঐ রূপ নিহার

যে জন দেখেছে অটল রূপের বিহার।
মুখে বলুক কিবা না বলুক সে থাকে ঐ রূপ নিহার।।

যেতে সাধ হয়রে কাশী কর্ম ফাঁসি বাঁধলো গলায়

আর কতদিন ঘুরবো এমন নাগরদোলায়

যেতে সাধ হয়রে কাশী
কর্ম ফাঁসি বাঁধলো গলায়।
আর কতদিন ঘুরবো এমন নাগরদোলায়।।

এই মানুষে সেই মানুষ আছে

কত মুনি ঋষি চার যুগ ধরে তারে বেড়াচ্ছে খুঁজে

এই মানুষে সেই মানুষ আছে।
কত মুনি ঋষি চার যুগ ধরে তারে বেড়াচ্ছে খুঁজে॥

ঐ রূপ তিলে তিলে জপ মন সূতে

ভুলনা বৈদিক ভুলেতে

ঐ রূপ তিলে তিলে জপ মন সূতে
ভুলনা বৈদিক ভুলেতে।।

একি আসমানি চোর ভাবের শহর লুটছে সদায়

ও তাঁর আসা-যাওয়া কেমন রাহা কে দেখেছো বল আমায়

একি আসমানি চোর ভাবের শহর লুটছে সদায়।
ও তাঁর আসা-যাওয়া কেমন রাহা কে দেখেছো বল আমায়।।

মনে রে বুঝাবো কত

যে পথে মরণ ফাঁসি

মনে রে বুঝাবো কত।

যে পথে মরণ ফাঁসী
সেই পথে মন সদায় রত।।

কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা

শূন্যভরে পোস্তা করে তার উপর ছাদ আঁটা

কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা।।

শূন্যভরে পোস্তা করে তার উপর ছাদ আঁটা।।

কাশী কি মক্কায় যাবি যে মন চলরে যাই

দোটানাতে ঘুরলে পথে সন্ধ্যে বেলায় উপায় নাই

কাশী কি মক্কায় যাবি যে মন চলরে যাই।
দোটানাতে ঘুরলে পথে সন্ধ্যে বেলায় উপায় নাই॥

করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন

প্রেম সাধিতে ফাঁপরে উঠে

করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন।
প্রেম সাধিতে ফাঁপরে উঠে
কাম নদীর তুফান।।

পাতা 1 এর 14

Close

নতুন তথ্য

নতুন লালন গীতি

 • এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন
  কেবা জাগে কেবা ঘুমায় কে কারে দেখায় স্বপন এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। কেবা জাগে কেবা ঘুমায় কে কারে...
 • ক্ষম ক্ষম অপরাধ
  দাসের পানে একবার চাও হে দয়াময় ক্ষম ক্ষম অপরাধ দাসের পানে একবার চাও হে দয়াময়। বড় সঙ্কটে পড়িয়া দয়াল বারে...
 • চাঁদের গায়ে চাঁদ লেগেছে
  আমরা ভেবে করব কী চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কী ঝিয়ের পেটে মায়ের জন্ম তাকে তোমরা বলো কী।।
 • কে তাহারে চিনতে পারে
  এসে মদীনায় তরিক জানায় এ সংসারে ভবে কে তাহারে চিনতে পারে এসে মদীনায় তরিক জানায় এ সংসারে।।
 • আব-হায়াতের নদী কোনখানে
  আগে জেন্দা পীরের খান্দানে যাও দেখিয়ে দিবে সন্ধানে আব-হায়াতের নদী কোনখানে আগে জেন্দা পীরের খান্দানে যাও দেখিয়ে...

Subscribe Our Newsletter

welcome to our newsletter subscription

প্রতিষ্ঠাতা এবং প্রকাশকঃ- সালেকউদ্দিন শেখ সুমন

We Bangla

Go to top