বাংলা তথ্য ভান্ডার সমৃদ্ধ করতে আমাদের এই প্রয়াস। ইতিহাস এবং ঐতিহ্যর তথ্য দিতে চাইলে ক্লিক করুন অথবা ফোন করুনঃ- ০১৯৭৮ ৩৩ ৪২ ৩৩

Select your language

ফুল-ফাগুনে - কবি আজিজুর রহমান
ফুল-ফাগুনে - কবি আজিজুর রহমান

ফাগুনে ফুল-বনে রূপেরই খেলা,
পাপড়ি-পাতায় হাসি খুশীর মেলা।

আজ গরবিনী ধরা
গানে ও গন্ধে ভরা
যৌবন-মদ পিয়ে নৃত্যপরা
সুন্দর, ঘাটে তার ভিরিয়েছে ভেলা।

শীতের কুহেলী ঘেরা ওড়নাখানি
মদির আঁখিতে বুঝি, প্রকৃতি রানী
কার আগমনে ধ’রা
তার ত্যাজিয়াছে জব
শোভাময়ী সুন্দরী-রুপে গানে ভরা
অবাক হয়েছে মন, মুখে নাই বানী!

গোলাপ-কুঁড়ি –মুখে সলাজ হাসি
ভোমরা কাজল গান গোপনে আসি।

বয় দক্ষিণ হাওয়া
যেন গজল গাওয়া
পরান আকুল সেই সুরের ছোঁওয়া
মশগুল করে তাঁর ফাল্গুণী বাঁশি।

ফাগুনে দুনিয়াতে ফুল ও ফসল
যাদুকর দিলো এনে চল-চঞ্চল?

শুধু বুকেতে আমার
জাগে বেদনা আপার
পাইনি দেখা আমি প্রিয় সে সখার
ফাগুন বৃথাই যার আমারই কেবল!

অধরা মায়াবী জানি, দেবে না ধরা,
জীবন-পেয়ালা নিয়ে বিরহে ভরা।

আসে পারের ভেলা
ভাবি, ফুরালো খেলা।

কে যেন ডাকিছে, আয় ভেঙেছে মেলা
মরনের পারে আয়-চলে আয় ত্বরা।

#ফাগুন! শুকিয়ে গেল-ফুল- বীথিকা
একটু পরশ বিনা গাঁথা মালিকা,

নামে সন্ধ্যা ছবি, চায় বিদায় কবি
জীবন-পারে যদি সখারে লভি
জীবন নাটকে নেমে শেষ যবনিকা।

Add comment

ইতিহাস এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন