চরণ পাই যেন কালা-কালে
চরণ পাই যেন কালা-কালে

ফেলো না ও তোর অধম বলে

চরণ পাই যেন কালা-কালে।
ফেলো না ও তোর অধম বলে।।

সাধনে পাইবো তোমায়
সে ক্ষমতা নাই হে আমার
দয়াল নাম শুনিয়ে আশায়
চেয়ে আছি কাঙ্গালে।।

জগাই মাধাই দস্যু ছিল
কাঁধা ফেলে গায় মারিল
তাহে প্রভুর দয়া হলো
কর দয়া সে হালে আমায়।।

ভারত পুরাণে শুনি
পতিত পাবন নামের ধ্বনি
লালন বলে সত্য জানি
আমারে চরণ দিলে।।

শিল্পীঃ মামুন নদীয়া (Mamun Noida):

বাউল গান এর নতুন প্রবন্ধ