বাংলা তথ্য ভান্ডার সমৃদ্ধ করতে আমাদের এই প্রয়াস। ইতিহাস এবং ঐতিহ্যর তথ্য দিতে চাইলে ক্লিক করুন অথবা ফোন করুনঃ- ০১৯৭৮ ৩৩ ৪২ ৩৩

Select your language

দেখবি বল কারে ?
দেখবি বল কারে ?

সকল গোল-মাল মিটে যাবে তারে দেখলে

সকল গোল-মাল মিটে যাবে তারে দেখলে
সু-নজরে দেখবি বল কারে মন তুই দেখবি বল কারে।।

যদি দেখিবা তার রং চুরত অবিকল সে তোমার মত
তোমার সাথে আবিরত সে চলা-ফিরা করে
ইচ্ছা-জ্ঞান তোমাকে দিয়া সে অটল হইয়া পরে
ফুটবলের আকারে আছে চতুর দিকে বেদায় তারে ।।

স্রষ্টায় তোমার করে সৃষ্টি তোমার হাতে দিল লিস্টি
মিলাইয়া দেখ কুষ্ঠি কোন জনায় কি করে
না জানিয়া না শুনিয়া যে দোষী বলে তারে
দেখ সেই পাপিষ্ঠ রাস্তা ব্রষ্ট পরিবে সৃষ্টির বাহিরে ।।

ইচ্ছা-জ্ঞান দুইটি প্লিয়ার অন্যান্য কে করে হায়ার
খেলাতে করেছে এন্টার অতি জুড়ে যারে
স-চৈতন্য রেফারি হইয়া অফসাইড ফাউল ধরে
খেলায় কেবা হারে কেবা জিতে তার বিচার মিটারেই করে ।।

বাউল কবি রশিদ বলে দেখতে যদি চাও তারে
স্নিগ্ধ জলে সুদ্ধ হইয়া লওগা আগে স্নান করে
দর্পণেতে নেহার কর দেখবি কোন জন তাতে নরে-চরে
দেখবি বল কারে মন তুই দেখবি বল কারে।।

কথাঃ- বাউল কবি রশিদ উদ্দিন
শিল্পীঃ- বাউল সুনিল কর্মকার

Add comment

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন