বাংলা তথ্য ভান্ডার সমৃদ্ধ করতে আমাদের এই প্রয়াস। ইতিহাস এবং ঐতিহ্যর তথ্য দিতে চাইলে ক্লিক করুন অথবা ফোন করুনঃ- ০১৯৭৮ ৩৩ ৪২ ৩৩

Select your language

মুহাম্মদের একটি ডালে পাঁচটি ফুল তাঁর ফুটেছে
মুহাম্মদের একটি ডালে পাঁচটি ফুল তাঁর ফুটেছে

মুহাম্মদের একটি ডালে পাঁচটি ফুল তাঁর ফুটেছে

মুহাম্মদের একটি ডালে,
পাঁচটি ফুল তাঁর ফুটেছে।।

সেই ফুলেরই সৌরভেতে
প্রেমিকগণ সব ছুটেছে।।

পাঁচটি ফুল তাঁর ফুটেছে।।

সেই ফুলেরই খুশবা যিনি,
সে যে খোদা দিনমণি।।

ফুলের পাতায় মা জননী,
ফতেমা তাই বসেছে।

পাঁচটি ফুল তাঁর ফুটেছে।।

মুহাম্মদের একটি ডালে,
পাঁচটি ফুল তাঁর ফুটেছে।।

সেই ফুলেরই অর্থ যে জন,
ইমাম হোসেন দুইটি রতন।।

পাঁচ ফুলে হয় পাক পঞ্চাতন,
একই রঙেতে মিশেছে।।

পাঁচটি ফুল তাঁর ফুটেছে।।

মুহাম্মদের একটি ডালে,
পাঁচটি ফুল তাঁর ফুটেছে।।

সেই ফুলেরই একটি বিন্দু,
খোদা আদম দীনবন্ধু।।

পার করিবে ভবসিন্ধু,
অধমে না বুঝেছে।।

পাঁচটি ফুল তাঁর ফুটেছে।।

মুহাম্মদের একটি ডালে,
পাঁচটি ফুল তাঁর ফুটেছে।।

সেই ফুলেরই মনসুর আলী,
নাম নিলে যায় মনের কালি,
সে তাঁর প্রেমে মজেছে।

পাঁচটি ফুল তাঁর ফুটেছে।।

মুহাম্মদের একটি ডালে,
পাঁচটি ফুল তাঁর ফুটেছে।।

কথাঃ- মনসুর আলী, শিল্পীঃ- পবন দাস বাউল

Add comment

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন