বাংলা তথ্য ভান্ডার সমৃদ্ধ করতে আমাদের এই প্রয়াস। ইতিহাস এবং ঐতিহ্যর তথ্য দিতে চাইলে ক্লিক করুন অথবা ফোন করুনঃ- ০১৯৭৮ ৩৩ ৪২ ৩৩

Select your language

যে পথে সাঁই চলে ফেরে
যে পথে সাঁই চলে ফেরে

তার খবর কে করে

যে পথে সাঁই চলে ফেরে
তার খবর কে করে।।

সে পথে আছে সদায়
বিষম কালনাগিনীর ভয়
যদি কেউ আজগবি যায়
অমনি উঠে ছো মারে।

পলকভরে বিষ ধেয়ে তার
ওঠে ব্রহ্মারন্ধ্রে রে।।

যে জানে উলট-মন্ত্র
খাটায়ে সেই তন্ত্র
গুরু-রূপ করে নজর
বিষ ধরে সাধন করে।

ও তার করণ-রীতি সাঁই দরদী
দরশন দিবে তারে।।

সেই যে অধর ধরা
যে দিকে ও চাহে তারা
চৈতন্য-গুণীন যত
গুণ শেখে তার দ্বারে।

সামান্যে কি পারবে যেতে
সেই রূপ কাপের ভিতরে।।
ভয় পেয়ে জন্মাবধি
সে পথে না যায় যদি
হবে না সাধন সিদ্ধি
তাও শুনে মন ঝরে।

লালন বলে, যা কর সাঁই
থাকতে হয় সে পথ ধরে।।

শিল্পীঃ রব ফকির (Rob Fakir):

Add comment

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন