আমার মন না চায় এ ঘর বাঁধি লো কিশোরী
আমার মন না চায় এ ঘর বাঁধি লো কিশোরী

এ ঘর বাঁধি লো কিশোরী

আমার মন না চায়
এ ঘর বাঁধি লো কিশোরী
প্রাণ না চায়
এ ঘর বাধি লো কিশোরী।

চল না করি ফকিরি।।

শাঁইজির ওই নয়ন কোণে
ফুলের কাননে
কত না কামিনী ফোটে রে।।

রসিক মোরা (মওলা?)
কেলে (খেলে?) ভ্রমরা।।

গোপনে ফুলের মধু খায়লো কিশোরী।।

ত্রিবেণীর শূন্যতে বেঁধেছে ঘরুপে (ঘররূপে?)
রূপকাষ্ঠের ছাউনি দিয়া রে।

সে ঘরে ময়ূরূপে (ময়ূররূপে?)
লুকাইছে মালিফে (মালিকে?)।।

ওয়াকিমুস সালাত কায়েম হয় লো কিশোরী।
চল না করি ফকিরি।

নারীর ওই সিন্ধুমাঝে ভানুর এক কিরণ সাজে
তাহার মধ্যে প্রেমের বাজার রে।।

মামুন নদীয়া বলে চল সখী গহীন জলে
শুদ্ধ প্রেম কেনাবেচা করি লো কিশোরী।
চল না করি ফকিরি।

আমার মন না চায়
এ ঘর বাঁধি লো কিশোরী
প্রাণ না চায়
এ ঘর বাধি লো কিশোরী
চল না করি ফকিরি।।

চল না করি ফকিরি।।

কথা, সুর এবং কণ্ঠশিল্পীঃ মামুন নদীয়া (Mamun Noida):

বাউল গান এর নতুন প্রবন্ধ