Language Switcher:

Cart empty

আমার জনম গেল বিনা সাধনে

সারা জীবনের ভুল ওরে আমার পড়েছে মনে

আমার জনম গেল বিনা সাধনে
সারা জীবনের ভুল ওরে আমার পড়েছে মনে
এখন কি করিতে কি করি হায় রে
আমার দিন গেল মনের ভ্রমে।।

সময় থাকতে পথে গেলে রে যেতাম বহুদূর
ওরে মায়ার বসে বসি হয়ে হারালাম একূল।।

আমার একুল ওকুল দুকুল গেল রে
কাম নদীর ওই তুফানে
জীবনের ভুল ওরে আমার পড়েছে মনে।

বেলা গেলো সন্ধ্যা হলো
ছারি দুঃখের হায়
কোন মহতে সাঙ্গো ধরে
আমি পূর্ণ করি তাই।।

আমি ভেবে দেখি আর বেলা নাই রে
আমায় বেঁধে নেবে কাল সমনে
জীবনের ভুল ওরে আমার পড়েছে মনে।।

বিজয় কান্দে বেলা শেষে
ভব নদীর কূলে
দয়া করে দয়াল গুরু
আমায় নাও গো তুলে
জানায় আমার এই শেষ মিনতি রে
ওরে বান্ধব স্থান দিও ওই চরনে।।

কথাঃ- বিজয় সরকার
শিল্পীঃ- বলাই চন্দ্র সরকার

এই সেকশনে বিজ্ঞাপন আবশ্যক

ফোন করুনঃ- ০১৯৭৮ ৩৩৪২৩৩

Add comment


Security code
Refresh

নতুন বাউল গীতি

যদি কাঁদিবার তরে পাঠালে সংসারে মুছায়ে দিও নয়ন বারি যদি কাঁদিবার তরে পাঠালে সংসারে মুছায়ে দিও নয়ন বারি। জন্ম জন্মান্তরে রেখে দিও...
আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো ও কীরূপ দেখি নয়ন মুদিয়া লো আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো ও কীরূপ দেখি নয়ন মুদিয়া লো।।
ফকিরি কি গাছের গোটা ঢেঁকি যদি স্বর্গে যাইত বারা বানত তবে কেটা ফকিরি কি গাছের গোটা ঢেঁকি যদি স্বর্গে যাইত বারা বানত তবে কেটা।।
পাগল পাগল সবাই পাগল তবে কেন পাগল খোটা পাগল পাগল সবাই পাগল তবে কেন পাগল খোটা।।
শিখিয়ে দে তুই আমারে কেমন করে তরে ডাকি এক ডাকে ফুরাইয়া দেরে জনম ভরের ডাকাডাকি শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি।।
শুভ সাধু সঙ্গ লয়ে সঙ্গ পঙ্গ বনবিহঙ্গ প্রসন্ন করিলে শুভ সাধু সঙ্গ লয়ে সঙ্গ পঙ্গ বনবিহঙ্গ প্রসন্ন করিলে। জলে ফুটেছে কমল হলো সরোবর...
পরমে পরম জানিয়া এসেছি হেথায় তোমারি আজ্ঞায় এসেছি হেথায় তোমারি আজ্ঞায় আদেশ করিবা মাত্র যাবো চলিয়া
ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যাথা দাও যত খুশি ব্যাথা দাও (যদি) ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা নীরবে সইবো বন্ধুরে, তোমার লেখা গানটারে...
জম্মে যে জন পাপ করে না পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার জম্মে যে জন পাপ করে না ভাগি নয় সে করুনার পাপীর আছে তোমার...
এত ভালো হয় কি মানুষ আমার মন্দ স্বভাব জেনেও তুমি আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেনো চাইলে আমারে এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে।।

Subscribe Our Newsletter

welcome to our newsletter subscription

প্রতিষ্ঠাতা এবং প্রকাশকঃ- সালেকউদ্দিন শেখ সুমন

Made in kushtia

Go to top