এখনো সেই বৃন্দাবনে
এখনো সেই বৃন্দাবনে

এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে

এখনো সেই বৃন্দাবনে
বাঁশি বাজে রে।
ঐ বাঁশি শুনে বনে বনে
ময়ূর নাচে রে।।

এখনো সেই রাধারাণী
বাঁশির সুরে পাগলিনী
অষ্টসখী শিরমণি
নব সাজে রে।।

এখনো সেই ধেনুগুলি
গোচারণে উয়ায় ধূলি
সব রাখালে হুলাহুলি
নব সাজে রে।।

আশা ছিল মনে মনে
যাব আমি বৃন্দাবনে
ভবা পাগলা মায়ের কোলে
কোন সাধনায় রে।।

কথাঃ- ভবা পাগল, শিল্পীঃ- লাল চাঁদ ফকীর

বাউল গান এর নতুন প্রবন্ধ