আপনাকে কুষ্টিয়াশহর.কম এর পক্ষ হতে ঈদ মোবারক 🌙। বাংলা তথ্য ভান্ডার সমৃদ্ধ করতে আমাদের এই প্রয়াস। ইতিহাস এবং ঐতিহ্যর তথ্য দিতে চাইলে ক্লিক করুন অথবা ফোন করুনঃ- ০১৯৭৮ ৩৩ ৪২ ৩৩

Select your language

ফকির লালন শাঁই

ফকির লালন শাঁই

ফকির লালন শাঁহ (Fakir Lalon Shah) সে দিন ভোর বেলা মওলানা মলম ফজরের নামাজ পড়ে কালীগঙ্গা নদীর দিকে হাওয়া খেতে আসলেন, হটাতই দেখতে পেলেন এক অচেনা সংজ্ঞাহীন যুবক অধঃজলমগ্ন অবস্তায় পড়ে আছে, ছেলেটির মুখে ও শরীরে বসন্ত রোগের দাগ বিদ্যমান। তিনি কাছে গিয়ে দেখলেন ছেলেটি বেঁচে আছে, খুব ধীরলয়ে চলছে শ্বাস-প্রশ্বাস। নিঃসন্তান হাফেজ মলমের বুকের ভেতর হু হু করে উঠল, এ কোন অচেনা যুবক নয়; খোদা যেন তাঁর সন্তানকে ভাসিয়ে এনেছেন তাঁর কাছে। মলম তৎক্ষণাৎ বাড়ি ফিরলেন এবং তাঁর অপর তিন ভাইকে সাথে নিয়ে আসলেন।

এবার চার ভাইয়ে ধরাধরি করে অচেতন যুবককে নিজের বাড়িতে আনলেন। মলম ও মতিজান দিন রাত পরম যত্নে সেবা করতে লাগলেন। দিনে দিনে অচেনা যুবকটির মুখে জিবনের আলো ফিরে এলো। মতিজান জিজ্ঞাসা করলো – বাবা তোমার নাম কি ?

---- ফকির লালন।

  • অনাদির আদি শ্রী কৃষ্ণ নিধি

    তার নাই কভূ গোষ্ঠ খেলা

    অনাদির আদি শ্রী কৃষ্ণ নিধি
    তার নাই কভূ গোষ্ঠ খেলা।
  • পার করো হে দয়াল চাঁদ আমারে - ক্ষম অপরাধ

    ক্ষম হে অপরাধ আমার এ ভব-কারাগারে

    এসে পার করো হে দয়াল চাঁদ আমারে
    ক্ষম হে অপরাধ আমার
    এ ভব-কারাগারে।।

  • চাতক বাঁচে কেমনে

    মেঘের বরিষণ বিনে

    চাতক বাঁচে কেমনে
    মেঘের বরিষণ বিনে।।
  • আমি মূল হারালাম লাভ করতে এসে

    দিনে ভাঙ্গা নায় বোঝাই ঠেসে

    আমি মূল হারালাম লাভ করতে এসে
    দিনে ভাঙ্গা নায় বোঝাই ঠেসে৷৷
  • ঘোর সংকট

    পারে লয় যাও আমায়

    পারে লয় যাও আমায়
    আমি অপার হয়ে বসে আছি
    ওহে দয়াময়।।
  • সব লোকে কয় লালন কি জাত সংসারে

    লালন বলে জাতের কি রূপ

    সব লোকে কয় লালন কি জাত সংসারে
    লালন বলে জাতের কি রূপ
    দেখলাম না এই নজরে।।
  • মিলন হবে কত দিনে

    আমার মনের মানুষের সনে

    মিলন হবে কত দিনে
    আমার মনের মানুষের সনে।।
  • বাউল

    বাউল (Baul) একটি বিশেষ লোকাচার ও ধর্মমত। এই মতের সৃষ্টি হয়েছে বাংলার মাটিতে। বাউলকূল শিরোমণি লালন সাঁইয়ের গানের মধ্য দিয়ে বাউল মত পরিচতি লাভ করে। বাউল গান যেমন জীবন দর্শনে সম্পৃক্ত তেমনি সুর সমৃদ্ধ। বাউলদের সাদামাটা কৃচ্ছসাধনার জীবন আর একতারা বাজিয়ে গান গেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোই তাদের অভ্যাস। ২০০৫ সালে ইউনেস্কো বিশ্বের মৌখিক এবং দৃশ্যমান ঐতিহ্যসমূহের মাঝে বাউল গানকে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষনা করে।

  • ফকির লালন শাইজির ১২৫তম তিরোধান দিবস

    125th Departure Day Of Fakir Lalon Shah

    ফকির লালন শাইজি শিষ্যদের বললেন, আমি চললাম। লালন চাঁদর মুড়ি দিয়ে বিশ্রাম নিলেন, শিষ্যরা মেঝেতে বসে থাকলেন। এক সময় লালন কপালের চাঁদর সরিয়ে বললেন, তোমাদের আমি শেষ গান শোনাব।

  • তিন পাগলে হলো মেলা নদে এসে

    তোরা কেউ যাস নে ও পাগলের কাছে

    তোরা কেউ যাস নে ও পাগলের কাছে
    তিন পাগলে হলো মেলা নদে এসে॥

  • যেখানে সাঁইর বারামখানা

    শুনিলে প্রাণ চমকে উঠে

    শুনিলে প্রাণ চমকে উঠে
    দেখতে যেমন ভুজঙ্গনা ।।
  • রবে না এ ধন

    মন আমার গেল জানা

    মন আমার গেল জানা
    কারো রবে না এ ধন জীবন যৌবন
  • আল্লাহ্ কে বোঝে তোমার অপার লীলে

    আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে

    আল্লাহ্ কে বোঝে তোমার অপার লীলে।
    আপনি আল্লাহ্ ডাকো আল্লাহ্ বলে।।

    নিরাকারে তুমি নূরী ছিলে ডিম্ব অবতারী।
    সাকারে সৃজন করলে ত্রিভুবন
    আকারে চমৎকার ভাব দেখালে।।

    নিরাকার নিগম ধ্বনি
    সেও তো সত্য সবাই জানি।
    তুমি আগমের ফুল নিগমে রসুল
    আদমের ধড়ে জান হইলে।।

    আত্মতত্ত্ব জানে যারা
    সাঁইর নিগূঢ় লীলা দেখছে তারা।
    তুমি নীরে নিরঞ্জন অকৈতব ধন।
    লালন খুঁজে বেড়ায় বনজঙ্গলে।।

    শিল্পীঃ ফরিদা পারভীন (Farida Parveen)

  • আমায় চরণ ছাড়া করো না হে দয়াল হরি

    পাপ করি পামরা বটে দোহায় দিই তোমারি

    আমায় চরণ ছাড়া কোরো না হে
    দয়াল হরি
    পাপ করি পামরা বটে
    দোহায় দিই তোমারি।।

  • সময়

    সময় গেলে সাধন হবে না

    সময় গেলে সাধন হবে না
    দিন থাকিতে দিনের সাধন কেন করলে না।।
  • কুলের বৌ হয়ে মন আর কতদিন

    ঘোমটা খুলে চল নারে যাই সাধ-বাজারে

    কুলের বৌ হয়ে মন আর কতদিন
    থাকবি ঘরে
  • আদ্য কথা

    জানতে হয় আদম ছফির আদ্য কথা

    জানতে হয় আদম ছফির আদ্য কথা
    না জেনে আজাজিল সে রূপ
  • যাও হে শ্যাম রাই কুঞ্জে

    এলে ভাল হবে না ও শ্যাম

    এলে ভাল হবে না ও শ্যাম
    যাও হে শ্যাম রাই কুঞ্জে
  • কর রে পিয়ালা কবুল শুদ্ধ ঈমানে

    মিশবি যদি জাত ছেফাতে এ তনু আখেরের দিনে

    কর রে পেয়ালা কবুল শুদ্ধ ঈমানে
    মিশবি যদি জাত ছেফাতে এ তনু আখেরের দিনে।।
  • আমার হয় না রে সে মনের মত মন

    আমি জানবো কি সে রাগের কারণ

    আমার হয় না রে সে মনের মত মন।
    আমি জানবো কি সে রাগের কারণ।।

    পড়ে রিপু ইন্দ্রিয়ের ভোলে
    মন বেড়ায় রে ডালে আলে
    এবার দু মনে এক মন হলে
    এড়াই শমন।।

    রসিক ভক্ত যারা
    মনে মনে মিশালো তারা
    এবার শাসন করে তিনটি ধারা
    পেল রতন।।

    কিসে হবে নাগিনী বস
    সাধবো কবে অমৃত-রস
    দরবেশ সিরাজ সাঁই কয়, বিষেতে নাশ
    হলি লালন।।

    শিল্পীঃ টুনটুন শাহ্‌ ফকির (Tuntun Shah Fakir) :

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন
আমরা কুকিজ ব্যবহার করি
আমরা আমাদের ওয়েবসাইটে কুকিজ ব্যবহার করি। তাদের মধ্যে কিছু সাইট পরিচালনার জন্য অপরিহার্য, অন্যরা আমাদের এই সাইট এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে সাহায্য করে (কুকিজ ট্র্যাক করা)। আপনি কুকিজকে অনুমতি দিতে চান কিনা তা আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন। দয়া করে মনে রাখবেন যে আপনি যদি সেগুলি প্রত্যাখ্যান করেন তবে আপনি সাইটের সমস্ত কার্যকারিতা ব্যবহার করতে পারবেন না।