ভালোবেসে কালো সাপা পুষেছিলাম
ভালোবেসে কালো সাপা পুষেছিলাম

সারা জনম বিষে আমি জ্বলিয়া মরলাম

সারা জনম বিষে আমি জ্বলিয়া মরলাম
ভালোবেসে কালো সাপা পুষেছিলাম।।

সাপের বিষ উঝা নামায়
প্রেমের বিষে রক্ত শুকায়।।

সোনার যৌবন পরল ভাটায়
আহত হয়ে রইলাম
ভালোবেসে কালো সাপা পুষেছিলাম।

বুকের মানিক বুক ভেঙেছে
কার দোষ দিবো উপযাইছে।।

মনের ব্যথা মনে আছে
জনম ভরে কান্দিলাম
ভালোবেসে কালা সাপা পুষেছিলাম।

মামুন নদীয়া হয় অংগারা
বিষে ভরা দিশেহারা
না বুঝে প্রেমেরও ধারা
ভব হারা করল প্রেম।।

শিল্পীঃ- মামুন নদীয়া

বাউল গান এর নতুন প্রবন্ধ