তুমি কোনোদিন আর এসো না
তুমি কোনোদিন আর এসো না

আমি পাঠাইলাম তোমার কাছে

তুমি কোনোদিন আর এসো না
আমি পাঠাইলাম তোমার কাছে
শেষ চিঠি খানা।
তুমি কোনোদিন আর এসো না।।

চলে যদি যাবে তুমি
কেনো করলে আপন?
কেমন তোমার ভালোবাসা
কেমন তোমার মন।।

ও গো তুষের অনল জ্বেলে দিলে
নিজে জ্বললে না
আর এসো না।

তুমি কোনোদিন আর এসো না।।

কামী যদি প্রেম হয়
প্রেম কারে কয়?
কোন প্রেমে তাপসী রাবেয়া
স্বর্গ ময়ী হয়?।।

প্রেমের কারণে যখন
থাকবো মাটির ঘরে।
এসো না ছলনা করে
সমাধির তরে।।

ওগো নয়ন পণে
জল ঢেলে বর্ষা এনো না।
আর এসো না।

তুমি কোনোদিন আর এসো না।
তুমি কোনোদিন আর এসো না।
তুমি কোনোদিন আর এসো না।
তুমি কোনোদিন আর এসো না।

শিল্পীঃ মামুন নদীয়া (Mamun Noida):

বাউল গান এর নতুন প্রবন্ধ