রাখাল শাহ্‌ এর মাজার
রাখাল শাহ্‌ এর মাজার

রাখাল শাহ্‌ হচ্ছেন একজন পীর বা আওলিয়া তিনি এই এলাকাই ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন এবং এখানেই মৃত্যু বরন করেন যার কারনে এই মাজারের নাম রাখাল শাহ্‌ এর মাজার নামকরন করে এখানে তার ভক্তগন সব সময় থাকে এবং জিকির আজগার ও গান বাজনা করে।

রাখাল শাহের মাজার শরিফ উপজেলা সদও হতে মাত্র ০৪ (চার) কিঃ মিঃ দূরে অবস্থিত। রাখাল শাহের মাজার শরিফের খাদেম মোঃ আঃ করিম জানান যে, রাখাল শাহের গরম্ন পাকিস্থানি অধিবাসি মাওলানা মোঃ আঃ শুকুরের নির্দেশে রাখাল শাহ দুটি গরম্ন চরাতেন বা পালন করতেন, সে অনুসারে তাঁর নাম হয় রাখাল শাহ। রাখাল শাহের প্রকৃত নাম মোঃ সোনা মিয়া জানা যায়। জন্ম তারিখ অজ্ঞাত, মৃত্যু ১৫ ভাদ্র ১৩৯৫ বঙ্গাব্দ।

চুয়াডাঙ্গা শহর থেকে জীবননগর অভিমুখের প্রধান সড়ক ধরে ৩০ কিঃ মিঃ আসার পর পিয়ারাতলা বাজার এ নেমে ভ্যান বা রিক্সা যোগে যাওয়া যায়।

এখানে একটি বড় বট গাছ আছে। রাখাল শাহের মাজার অংশ সহ মাজারের অধিনে ৪.৫বিঘা জমি আছে, তবে কোন আবাসন ব্যবস্থা নেই।

সংস্কৃতি এর নতুন প্রবন্ধ