জান গা পদ্ম নিরূপণ
জান গা পদ্ম নিরূপণ

কোন পদ্মে গুরুর আসন

কোথায় জীবের স্থিতি
কোন পদ্মে গুরুর আসন।।

অধোঃ পদ্ম উর্ধ্ব পদ্ম
লীলা নৃত্যের এ সরহদ্দ
যে পদ্মে সাধক বর্ত
সে পদ্ম কেমন বরণ।।

আড়া পদ্মের কুড়া ধরে
ভৃঙ্গ রতি চলে ফেরে
সে পদ্ম কোন পদ্ম পরে
বিকশিত হয় কখন।।

গুরু মুখের পদ্ম বাক্য
হৃদয় যার হয়েছে ঐক্য
জানিবে সে সকল পক্ষ
কহে দীনহীন লালন।।

শিল্পীঃ- টুনটুন ফকীর

বাউল গান এর নতুন প্রবন্ধ