আমার জীবনের আশার প্রদীপ
আমার জীবনের আশার প্রদীপ

কেন নিভে গেলো?

আমার জীবনের আশার প্রদীপ
কেন নিভে গেলো?।।

সাত রঙ্গে আঁকা বাসরের রাত
মোর জীবনে নাহি এলো!
কেন নিভে গেল?

স্বপ্ন আমার ভেঙ্গে গেছে
কাল বৈশাখের ঝড়ে।
আহত এই প্রান কাঁদে বারে বার
জীবন নদীর বালু চরে।।

নিয়তি আমার আশার পাসা
কেন ভেঙ্গে গেল?
কেন নিভে গেল?
আমার জীবনের আশার প্রদীপ
কেনো নিভে গেল?

কত আশা নিয়ে গেঁথে ছিলাম
লাল পলাশের মালা।
বুঝিনিত আগে
মালার মাঝে আসবে বেদনা জ্বালা।।

নিয়তি আমার দগ্ধ এই বুকে
ব্যাথার মালা পড়ালো।
কেনো নিভে গেল?

আমার জীবনের আশার প্রদীপ
কেনো নিভে গেল?
সাত রঙ্গে আঁকা বাসরের রাত
মোর জীবনে নাহি এলো!
কেন নিভে গেল?

আমার জীবনের আশার প্রদীপ
কেনো নিভে গেল?

শিল্পীঃ মামুন নদীয়া (Mamun Noida):

বাউল গান এর নতুন প্রবন্ধ