পিরিতি জান্নাতি ফল ধরলনা মোর বাগানে
পিরিতি জান্নাতি ফল ধরলনা মোর বাগানে

আমি কি সুখে জীবন খাটাবো, যাবো বলো কোনখানে

আমি কি সুখে জীবন কাটাবো
যাবো বলো কোনখানে?
পিরিতি জান্নাতের ফল
ধরলো না মোর বাগানে।।

আজ আমার বুক ফেঁটে যায়
ভালোবাসার বিকারে।
পাথর গলে পানি হবে
কাঁদি যদি পাহাড়ে।
যে দুঃখ আমার অন্তরে
শুধু আমার মন জানে।।

তাজ মহলে পাথর হাসে
লয়ে তার জীবন্ত প্রাণ।
ভিতরে মমতাজ ঘুমায়
বাইরে জাগে শাহ জাহান।
দেখলে তারে বাধবি ধরে
পানি ঝরে নয়নে।।

যত দামি কথা দুনিয়াতে
কবিতা আর গীতিগান
নারীর বিরহ ব্যাথা / কথা
কিতাবেতে পেলো স্থান।
ব্যাথা কেনো হয় পেরেশান?
ব্যাথা মায়া ভুবনে।।

মায়ামহ ছাড়াইয়্যা
বন্ধন মুক্ত হইলে,
গানের ছন্দে প্রেমানন্দে
প্রেমিক নাচে একতালে।।

তাই তো কবি জালালে
গাইলো মৌলার ধ্যানে।

কথাঃ- জালাল উদ্দিন খাঁ
শিল্পীঃ- বাউল সুনিল কর্মকার এবং শিশু শিল্পী শফিকুল ইসলাম

বাউল গান এর নতুন প্রবন্ধ