আপনাকে কুষ্টিয়াশহর.কম এর পক্ষ হতে ঈদ মোবারক 🌙। বাংলা তথ্য ভান্ডার সমৃদ্ধ করতে আমাদের এই প্রয়াস। ইতিহাস এবং ঐতিহ্যর তথ্য দিতে চাইলে ক্লিক করুন অথবা ফোন করুনঃ- ০১৯৭৮ ৩৩ ৪২ ৩৩

Select your language

আদি লালন

আদি লালন

লালনের গান মহা সাধক ফকির লালন সাঁই থেকে শুরু করে আশির দশক পযন্ত যারা লালন গান করছেন তাঁদের গান গুলোকেই মূলত আদি ভাবের লালন গান বলে থাকে। বর্তমানে নতুন নতুন সুরে তাঁর গান শোনা যাচ্ছে।

  • ভবের হাট

    আমার এ ঘরখানায় কে বিরাজ করে

    আমার এ ঘরখানায় কে বিরাজ করে।
    আমি জনম-ভর একদিন দেখলাম নারে।।
  • অচিন পাখি

    খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়

    খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়
    ধরতে পারলে মন-বেড়ি দিতাম তাহার পায়।।
  • কাল কাঁটালি কালের বসে

    এ যে যৌবন কাল কামে চিত্ত কাল

    কাল কাঁটালি কালের বসে
    এ যে যৌবন কাল কামে চিত্ত কাল
    কোন কালে তোর হবে দিশে।।
  • জীবে যে যা ভাবে বাঞ্ছা করে

    বাঞ্ছা পুড়ায় সেভাবে রে সেভাবে

    জীবে যে যা ভাবে বাঞ্ছা করে
    বাঞ্ছা পুড়ায় সেভাবে রে সেভাবে
    বাঞ্ছা কল্পতরু নাম আমার সকলেই জানে ।।
  • মন তোর আপন বলতে আর কে আছে

    তুমি কার কাঁদায় কাঁদো মিছে

    মন তোর আপন বলতে আর কে আছে।
    তুমি কার কাঁদায় কাঁদো মিছে।।

    থাক সে ভবের ভাই বেরাদার
    প্রাণপাখি সেও নয় আপনার।
    পরের মায়ায় মজে এবার
    প্রাপ্ত ধন হারায় পিছে।।

    মিছে মায়ার মদ খেও না
    প্রাপ্তপদ ভুলে যেও না।
    এবার গেলে আর হবেনা
    পড়বি কয় যুগের প্যাঁচে।।

    সারা নিশি দেখ মনুরায়
    নানান পক্ষী এক বৃক্ষে রয়।
    যাবার বেলায় কে কারে কয়
    দেহ প্রাণ তেমনি সে যে।।

    আসতে একা এলি রে মন
    যেতেও একা যাবি তখন।
    সিরাজ সাঁই বলে রে লালন
    কার নাচায় নাচো মিছে।।

    শিল্পীঃ বাউল আরিফ ফকির (Baul Arif Fakir):

  • চল যাই আনন্দের বাজারে

    চিত্ত মন্দ তমঃ অন্ধ নিরঙ্গম রবে না রে

    চলো যাই আনন্দের বাজারে
    চিত্ত মন্দ তমঃ অন্ধ নিরঙ্গম রবে না রে।।

    সুজনায় সুজনাতে সহজ প্রেম হয় সাধিতে
  • আজব রঙ ফকিরি

    সাদা সোহাগিনী সাঁই

    সাদা সোহাগিনী সাঁই
    তার চুড়ি শাড়ি ফকিরি ভেদ
    কে বুঝিবে তাই।।
  • আমার দিন কি যাবে এই হালে

    আমি পড়ে আছি অকূলে

    আমার দিন কি যাবে এই হালে
    আমি পড়ে আছি অকূলে
    কত অধম পাপী তাপী অবহেলে তরালে।।

  • আমার অপরাধ মার্জনা কর প্রভু

    আমার অপরাধ মার্জনা কর প্রভু

    বিকলে পড়লে বড় কাবু
    আমার অপরাধ মার্জনা কর প্রভু
    এমনি মতি ভ্রম জন্মজন্মান্তরে
    তোমারি এ সংসারে, হয় না যেন কভু ।।

  • না পড়িলে দায়েমি নামাজ সে কি রাজি হয়

    কোথায় খোদা কোথায় সেজদা করছো সদাই

    না পড়িলে দায়েমি নামাজ সে কি রাজি হয়।
    কোথায় খোদা কোথায় সেজদা করছো সদাই।।

  • মধুর দেল দরিয়ায় ডুবিয়া কর ফকিরি

    কর ফকিরি চাড় ফকিরী, হবে আখেরী

    মধুর দেল দরিয়ায় ডুবিয়া কর ফকিরি।
    কর ফকিরি চাড় ফকিরী, হবে আখেরী।।
  • গুণে পড়ে সারলি দফা - গোলেমালে

    করলি রফা গোলেমালে

    গুণে পড়ে সারলি দফা
    করলি রফা গোলেমালে
    খুঁজলে নে মন কোথা সে ধন
    ভাজলি বেগুন পরের তেলে।।

  • এলাহি আলমিন গো আল্লাহ বাদশাহ আলমপনা তুমি

    তুমি ডুবায়ে ভাসাতে পারো ভাসায়ে কিনার দাও কারো

    এলাহি আলামিন গো আল্লাহ
    বাদশা আলমপানা তুমি।।
  • আহাদে আহাম্মদ এসে নবি নাম তাই জানালে

    নবি যে তনে করিলেন সৃষ্টি সে তন কোথায় রাখিলে

    আহাদে আহাম্মদ এসে নবি নাম তাই জানালে ।
    নবি যে তনে করিলেন সৃষ্টি সে তন কোথায় রাখিলে।।
  • আজব আয়না-মহল মণি গভীরে

    আজব আয়না-মহল মণি গভীরে

    আজব আয়না-মহল মণি গভীরে।
    সেথা সতত বিরাজে সাঁই মেরে।।
  • কুলের বৌ হয়ে মন আর কতদিন

    ঘোমটা খুলে চল নারে যাই সাধ-বাজারে

    কুলের বৌ হয়ে মন আর কতদিন
    থাকবি ঘরে
  • ধন্য ধন্য বলি তারে

    বেঁধেছে এমন ঘর শূন্যর উপর পোস্তা করে

    ধন্য ধন্য বলি তারে
    বেঁধেছে এমন ঘর শূন্যর উপর
    পোস্তা করে।।
  • আমার মতো প্রাণ কাঁদিলে

    বুঝবি রে গৌরপ্রেমের কালে

    বুঝবি রে গৌরপ্রেমের কালে
    আমার মতো প্রাণ কাঁদিলে।
    দেখা দিয়ে গৌর ভাবের শহর
    আড়ালে লুকালে।।
  • মানুষ ভজলে সোনার মানুষ হবি

    মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি

    মানুষ ভজলে সোনার মানুষ হবি।
    মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি।।

পাতা 2 এর 2

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন
আমরা কুকিজ ব্যবহার করি
আমরা আমাদের ওয়েবসাইটে কুকিজ ব্যবহার করি। তাদের মধ্যে কিছু সাইট পরিচালনার জন্য অপরিহার্য, অন্যরা আমাদের এই সাইট এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে সাহায্য করে (কুকিজ ট্র্যাক করা)। আপনি কুকিজকে অনুমতি দিতে চান কিনা তা আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন। দয়া করে মনে রাখবেন যে আপনি যদি সেগুলি প্রত্যাখ্যান করেন তবে আপনি সাইটের সমস্ত কার্যকারিতা ব্যবহার করতে পারবেন না।