আপনাকে কুষ্টিয়াশহর.কম এর পক্ষ হতে ঈদ মোবারক 🌙। বাংলা তথ্য ভান্ডার সমৃদ্ধ করতে আমাদের এই প্রয়াস। ইতিহাস এবং ঐতিহ্যর তথ্য দিতে চাইলে ক্লিক করুন অথবা ফোন করুনঃ- ০১৯৭৮ ৩৩ ৪২ ৩৩

Select your language

আমার মন না চায় এ ঘর বাঁধি লো কিশোরী
আমার মন না চায় এ ঘর বাঁধি লো কিশোরী

এ ঘর বাঁধি লো কিশোরী

আমার মন না চায়
এ ঘর বাঁধি লো কিশোরী
প্রাণ না চায়
এ ঘর বাধি লো কিশোরী।

চল না করি ফকিরি।।

শাঁইজির ওই নয়ন কোণে
ফুলের কাননে
কত না কামিনী ফোটে রে।।

রসিক মোরা (মওলা?)
কেলে (খেলে?) ভ্রমরা।।

গোপনে ফুলের মধু খায়লো কিশোরী।।

ত্রিবেণীর শূন্যতে বেঁধেছে ঘরুপে (ঘররূপে?)
রূপকাষ্ঠের ছাউনি দিয়া রে।

সে ঘরে ময়ূরূপে (ময়ূররূপে?)
লুকাইছে মালিফে (মালিকে?)।।

ওয়াকিমুস সালাত কায়েম হয় লো কিশোরী।
চল না করি ফকিরি।

নারীর ওই সিন্ধুমাঝে ভানুর এক কিরণ সাজে
তাহার মধ্যে প্রেমের বাজার রে।।

মামুন নদীয়া বলে চল সখী গহীন জলে
শুদ্ধ প্রেম কেনাবেচা করি লো কিশোরী।
চল না করি ফকিরি।

আমার মন না চায়
এ ঘর বাঁধি লো কিশোরী
প্রাণ না চায়
এ ঘর বাধি লো কিশোরী
চল না করি ফকিরি।।

চল না করি ফকিরি।।

কথা, সুর এবং কণ্ঠশিল্পীঃ মামুন নদীয়া (Mamun Noida):

Add comment

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন
আমরা কুকিজ ব্যবহার করি
আমরা আমাদের ওয়েবসাইটে কুকিজ ব্যবহার করি। তাদের মধ্যে কিছু সাইট পরিচালনার জন্য অপরিহার্য, অন্যরা আমাদের এই সাইট এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে সাহায্য করে (কুকিজ ট্র্যাক করা)। আপনি কুকিজকে অনুমতি দিতে চান কিনা তা আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন। দয়া করে মনে রাখবেন যে আপনি যদি সেগুলি প্রত্যাখ্যান করেন তবে আপনি সাইটের সমস্ত কার্যকারিতা ব্যবহার করতে পারবেন না।