আজ আমায় কৌপিন দে গো ভারতী গোঁসাই
আজ আমায় কৌপিন দে গো
ভারতী গোঁসাই।
কাঙাল হব মেঙে খাব
রাজরাজ্যের আর কার্য নাই।।
এমনি যদি নাহি পারি
ভিক্ষার ছলে বলবো হরি
এই বাসনা মনে করি
বলিব নাম ঠাঁই অঠাঁই।
সাধুশাস্ত্রে জানা গেল
সুখ চেয়ে সোয়াস্তি ভাল
খাই বা না খাই নিস্কলহ
তাতে যদি মুক্তি পাই।
স্বপ্নে যেমন রাজ-রাজ্য পায়
ঘুম ভাঙিলে সব মিথ্যা হয়
এমনি জান সংসারময়
লালন ফকির কেঁদে কয়।।
শিল্পীঃ- শহিদুল বাউল
Download
(Right-click & select "save link as" or "save target as"...)