অনুরাগ নইলে কি সাধন হয়
অনুরাগ নইলে কি সাধন হয়।
সে তো শুধু মুখের কথা নয়।।
বনের পশু হনুমান
রাম বিনে তার নাই ধিয়ান
কইট মনে মুদে নয়ন
অন্যরুপে না ফিরে চায়।।
তার সাক্ষী দেখ চাতকেরে
তৃষ্ণায় জীবন যায় মরে
তবু অন্য বারি খায় না রে
থাকে মেঘের জল আশায়।।
রামদাস মুচির ভক্তিতে
গঙ্গা এল চাম- কেঠোতে
সে রূপ সাধল কত মহতে
কেবল লালন কূলে কূলে বায়।।
শিল্পীঃ- শফি মন্ডল
Download
(Right-click & select "save link as" or "save target as"...)